ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে

 আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:৫২, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫

৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে

ছবি: জনকন্ঠ

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় বক্তারা বলেছেন আওয়ামী লীগ যাতে কোনভাবেই মাথা তুলে দাড়াতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে ।

 

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ‌ ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক ‌ লিয়াকত হোসেন ‌মিলনায়তনে ‌এ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি ‌ এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আলমগীর ভুঁইয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শাওন, কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান রানু মিয়া,

 

এ সময় ফরিদপুর জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ‌ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তারা বলেন,  বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল  এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭ বছর নির্বাসিত করে রেখেছে  বলে বক্তারা উল্লেখ করেন।


বক্তারা আরও বলেন, ‌সন্ত্রাসী ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় বিএনপি নেতা কর্মীরা সবচাইতে বেশি হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি ‌ নেতাকর্মীদের ‌ হত্যা করা হয়েছে ‌ তাদেরকে ‌ একের পর এক মামলায় ‌ দিনের পর দিন ‌ কারাবাস করতে হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা যেন কোনভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দলীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া ফরিদপুরে বিএনপির দুঃসময়ে ফরিদপুর মহানগরের নেতাকর্মীরাই সব চাইতে সক্রিয় অবস্থায় ছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষে কাজ করেছিল। 
৫ আগস্টের পর অনেক সুবিধাবাদী জাতীয়তাবাদী দল বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তাই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে এবং সকল নেতাকর্মীকে দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় সংস্কারকার্য সম্পন্ন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 
 

তাবিব

×