ছবি- সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, উপরি আয় বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে পুলিশে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত পনেরো বছর যেহেতু আ. লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীর উপর একচ্ছত্র আধিপত্য বিরাজ করেছিল, গণতান্ত্রিক কোনো প্রসেসে তো এটার নিয়োহ হয়নি। তাদের ব্যাকগ্রউন্ড চেক করার সময় সবসময় দেখেছে তারা ছাত্রলীগ করে এসেছে কি না।
উমামা বলেন, কিংবা তার আত্মীয়স্বজনদের মধ্যে আওয়ামী লীগ আছে কি না। জামাত বা অন্য কোনো দলের হলে বাদ দিয়ে দেয়া হতো। মোটামুটি বাংলাদেশের খুবই কমন একটা প্রসেস। গত পনেরো বছর পুলিশ যে এই ফর্মে এসেছে এবং ধরেন একজন এসআই সে নিয়োগ পাওয়ার দুই চার বছরের মধ্যে ফ্ল্যাট কিনে ফেলে। বা কয়েকবছর পরে সে একটা বিল্ডিং কিনে ফেলে।
তিনি বলেন, এইটা কীভাবে হয়? তার বেতন যদি আপনি কাগজে কলমে দেখেন তাহলে দেখবেন তার বেসিক বেতন সাড়ে আট হাজার টাকা বা দশ হাজার টাকা। যেটা একজন দারোয়ানের যে বেতন তার কাছাকাছি। কিন্তু আপনি যদি তার লাইফস্টাইল দেখেন বা তার সন্তানদের লাইফস্টাইল দেখেন তাহলে আপনার মনে হবে কোনো বড় ব্যবসায়িক পরিবার।
তিনি বলেন, স্বাভাবিকভাবেই পুলিশে গত পনেরো বছর যে ফর্মে ফাংশন করেছে, তাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ফাংশন করারই কথা না।
তিনি বলেন, তাদের যে ইনকাম সেটা বন্ধ হয়ে গেছে, তাদের উপরি ইনকাম চাঁদাবাজি তাদের যেটা ঘুষ নেয়া সেই বিষয়গুলো বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, ফাংশন করার জন্য জন্য তাদের যে একটা মনোবল যে কেন আমি এখানে ফাংশন করবো, তার যে উপরি ইনকামটা ছিল সেই উপরি ইনকাম বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো পুলিশ মধ্যেই একটা প্রভাব পড়েছে সেটা আসলে আমরা সকলেই জানি।
শিহাব