ছবি- জনকণ্ঠ
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনটি পুনরুদ্ধারে বিএনপির দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা সাবেক এমপি সালাহউদ্দিন কামরান। এলক্ষ্যে তিনি এই আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। গ্রুপিং রাজনীতি পরিহার করে সকলকে ঐক্যবদ্ধ রাজনীতি চর্চা করার জন্য তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সালাহউদ্দিন কামরান বলেন, ১৯৯১ সালে তিনি প্রথম এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময়ে চাটখিল পৌরসভা, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, দুইটি কলেজ, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং গ্যাসের সংযোগ তার একান্ত প্রচেষ্টায় বাস্তবায়িত হয়। তিনি চাটখিলের প্রায় সহস্রাধিক লোকের সরকারি এবং বেসরকারি চাকুরীর ব্যবস্থা করেন। এছাড়াও রাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। যার কারণে জনসাধারণ তাকে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তিনি অতিত কর্মকাণ্ডের মূল্যায়ন বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং বিএনপির হারানো এই আসন পুনরুদ্ধার করতে পারবেন বলে মন্তব্য করেন।
এদিকে আরেক সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ আলাদা আলাদা গ্রুপে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। তারাও দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে আছেন। সালাহউদ্দিন কামরান যাচ্ছেন, সকল ভেদাভেদ ভুলে গ্রুপিং রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ রাজনীতি চর্চা করতে। তাই তিনি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে ব্যক্তির রাজনীতি পরিহার করে দলের রাজনীতি করার আহ্বান জানান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, বিএনপিতে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দখলবাজদের কোন স্থান নেই। যারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ গ্রহন করবে। তাই সকলকে সচেতন হতে হবে।
জনগণের উদ্দেশ্যে সালাহউদ্দিন কামরান বলেন, বিগত সময়ে আমি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিলের যত উন্নয়ন সাধন করেছি তারপর পরবর্তীতে আর কোন উন্নয়ন কিংবা সংস্কার চাটখিলে হয়নি। আগামীতে দল আমাকে মনোনয়ন দিলি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চাটখিলকে একটি মডেল শহর হিসেবে রূপান্তর করতে আমি কাজ করব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক সুলতান বাবর, শ্রমিকদল নেতা হাজ্বী মাসুদ, বেলায়েত হোসেন, যুবদলের সাবেক সদস্য কামরুল ইসলাম, যুবদলের সদস্য মামুন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, মঞ্জুর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মনিষা মিম