ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

হাসিনা প্রায়  ১০ বছর অনির্বাচিত ও অবৈধভাবে ক্ষমতায় ছিল : আশরাফ কায়সার

প্রকাশিত: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২৫

হাসিনা প্রায়  ১০ বছর অনির্বাচিত ও অবৈধভাবে ক্ষমতায় ছিল : আশরাফ কায়সার

ছবি- সংগৃহীত

সাংবাদিক ও বিশ্লেষক  আশরাফ কায়সার বলেন, আওয়ামী সরকার প্রতিবার নির্বাচনের পরে নির্বাচনের যে কলঙ্কের ঘটনা ঘটাত। এরপর তারা গণভবনে গিয়ে আঙ্গুলের কালি দেখিয়ে বলতেন আমরা ভোট দিয়েছি। কিন্তু এই সুষ্ঠু ভোট কোনদিন হয়নি। হাসিনা সরকার প্রায় ১০ বছর অনির্বাচিত ও অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল।

শেখ হাসিনা এবং তার দোসরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন  এবং তারা সমসাময়িক বিষয়ে কথা বলছেন। তারা  গত পাঁচ মাসে অন্ধত্ববরণ করেছিলেন এবং তারা পাঁচ মাসের আগে ১৫ বছরেও অন্ধত্বে ছিলেন। 

একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ছোট মাছ খেয়ে ১৬ বছর পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে আওয়ামী লীগ। এখন ইউনূস সরকার, ঘোষণাপত্র  এবং বৈষম্য বিরোধী তাদের ছোট ছোট ত্রুটি ধরে ইউটিউবার হিসেবে বাজারে ফিরত এসছে। তারা কিন্তু ১৫ বছরে টুঁ শব্দটিও করেননি ।
 
পাঁচ মাস হয়েছে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। একটি ঘোষণা পত্র দিলে বিএনপি, জামায়াতে ইসলামি সকল দলের মানুষ একই সুরে কথা বলত। কারণ, ১৫ বছর আমরা স্বৈরাচার শাসন দেখেছি, গুম-খুন দেখেছি, শেখ হাসিনার গণহত্যা দেখেছি। একটি ঘোষণা পত্র প্রয়োজন, যেখানে পরবর্তী বাংলাদেশ কেমন হবে তা উল্লেখ থাকবে।

একটি টকশোতে  সাংবাদিক ও বিশ্লেষক  আশরাফ কায়সার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Link- https://www.youtube.com/watch?v=jZQbGyHfHsw

মনিষা মিম

×