ছবি : সংগৃহীত
বর্তমানে আলোচিত নাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিভিন্ন বিষয়ের আলোচনা সমালোচনায় জুড়ে আছে তার নাম।
সম্প্রতি গণমাধ্যমে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন,'বাংলাদেশ কি আমেরিকার চেয়ে বড় দেশ হয়ে গেল ?'
তিনি বলেন, '৪০ লক্ষ গ্রাজুয়েট ছেলে মেয়ে, তারা বেকার কেন? এটার কারণ কি। আপনি শুধু দেখাচ্ছেন প্রবৃদ্ধি হচ্ছে আসলে হচ্ছে না, কর্মসংস্থান নেই চাকরি নেই। আসল উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি প্রতিবছর ৪০-৫০ বিলিয়ন ডলার দেশের বাইরে যাচ্ছে।'
এর সমাধান নিয়ে তিনি বলেন, 'এখানে দুইটা কাজ করা যেতে পারে আপনি ট্যাক্স বিলুপ্ত করে দেন। মন্ত্রী কমিয়ে দেন। সচিবালয় কমিয়ে দেন।'
তিনি আরও বলেন, 'যদি মন্ত্রী বিষয় আসে তাহলে আমাদের সাতজন মন্ত্রী অথচ আপনি আমেরিকা কিংবা বড় রাষ্ট্রগুলোতে দেখেন সেখানে ১৬ থেকে ১৭ জন মন্ত্রী থাকেন। আপনি কি আমেরিকা থেকে বড় রাষ্ট্র হয়ে গেছেন? আপনার এত মন্ত্রী কেন লাগবে, এত সচিব কেন লাগবে।'
সবশেষ তিনি বলেন, 'জাপানের মিনিস্ট্রি হচ্ছে ১১টা কিন্তু আপনার লাগছে ৬০ টা। সবকিছু মিলিয়ে ৮০-৮৫ টা সংগঠন আছে দেশে। এত এত বড় সরকার তো আমার দরকার নেই। এর এক দশমাংশ দিয়েই বাংলাদেশের মতো রাষ্ট্রকে পরিচালনা করা সম্ভব।'
দেশের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রসঙ্গে কথা বলে পরামর্শ দিয়েছেন তিনি।
শিলা ইসলাম