ছবি : সংগৃহীত
সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। সেখানে দলের পতন নিয়ে আলোচনা হয়।
এক পর্যায়ে উপস্থাপক তাকে প্রশ্ন করলেন, যেহেতু আপনি আমাকে প্রথমেই বলেছেন আপনি খোলামেলা কথা বলবেন কোন রাগ না রেখে কথা বলবেন। তাই প্রথমেই আপনার কাছে প্রশ্ন কেন আওয়ামী লীগের মতো প্রতাপশালী একটি দল এমন ভাবে পতনের শিকার হলো কেন।
উপস্থাপকের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে আমি জিজ্ঞেস করি কেন আমরা ক্ষমতায় নেই। প্রত্যেকটা মানুষ বা দলের আলাদা সত্তা আছে। আসলে আমাদের রাজনৈতিক কোন ত্রুটি ছিল না। আমি বলব কোন এক গায়েবী কারণে হঠাৎ করে ৫ই আগস্ট পতন হলো। বাংলাদেশের জন্য অনস্বীকার্য দল আওয়ামী লীগ। এমনি আরেক অনস্বীকার্য সত্য বঙ্গবন্ধু।'
তিনি আরও বলেন, 'তবে আজকে আমি দ্বিধা ছাড়াই বলতে পারি জনমানুষের সাথে থাকা বা জনস্বার্থে থাকার যে পথ, সে পথ থেকে আমরা অনেকটাই সরে গিয়েছিলাম তাই হয়তো আজ আমরা নেই।'
উন্নয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'আমি আপনাকে আরও একটি জিনিস মনে করিয়ে দিতে চাই যে, প্রাপ্তিতে যে সবকিছু আছে, এমনটি নয় আপনি ৫৬০০ বিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি করলেই সবাই যে আপনার প্রতি অনুরক্ত হয়ে যাবে এমনটি ভাবা বালকসুলভ।'
দলের পতনের কথা নিয়ে তিনি বলেন, 'তবে আমার কাছে মনে হয় আমাদের দলের তৃণমূল পর্যায় থেকে সবার যদি ভূমিকা থাকতো, তাহলে হয়তো আজকে আমাদের এই অবস্থা হতো না।'
শিলা ইসলাম