ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

বাগেরহাটে বাড়ি-ঘর ভাঙচুর-লুট-অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৩:৪১, ১৮ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে বাড়ি-ঘর ভাঙচুর-লুট-অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত।

বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নে বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোল্লাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। 
শনিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত মোস্তাফিজুর রহমান মোল্লা সদর উপজেলার বিষ্ণুপুর বিএনপির সাবেক সদস্য।
জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম বলেন, বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মোস্তাফিজুর রহমান মোল্লার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, বহিষ্কৃত মোস্তাফিজুর রহমান মোল্লার সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা বিএনপি।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×