আওয়ামী লীগকে বিচারের প্রশ্নে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার প্রশ্ন এ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোন তোর জোর দেখা যাচ্ছে না এবং আন্দোলনের যারা ফ্রন্ট ফাইটার ছিল ,সেই ছাত্র-জনতা -তাদের মধ্যেও কোন কর্মসূচী কিংবা কোন তৎপরতা দেখা যাচ্ছে না।
নুরুল হক উদ্বিগ্ন কারণ আওয়ামী লীগের বিচার বা বিচার কার্যক্রম শুরু করার জন্য রাজনৈতিক দলগুলো কিংবা ছাত্র আন্দোলনের মধ্যে থেকে কোন প্রকার তৎপরতা সক্রিয়তা দেখা যাচ্ছে না ,প্রত্যেকে নিজ নিজ দল গঠনে ব্যস্ত।
নুরুল হক নুরু বলেন ,রাজনীতিতে সবাই সমঝোতা করে চলতে চায়। যে কারণে রাজনৈতিক দল গুলোর মধ্যে কোন তৎপরতা নেই শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার।
তিনি যোগ করেন দুঃখের কারণ হলো,আওয়ামীলীগকে নানান কারণে অনেকে রাজনীতিতে চায়। আওয়ামীলীগ যদি রাজনীতিতে ফিরে আসে তাহলে এ খেসারত দিতে হবে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে ,যেমন বিএনপির কিংবা জামাত।
নুরুল হক নুরু আরো বলেন আওয়ামী লীগ প্রশ্ন যারা নমনীয়তা দেখাবে তাদেরকে ভুগতে হবে। আপসোসের বিষয়,তাদের সাথে আমাদের কেউ ভুগতে হবে কেননা এই আন্দোলন ২০১৮ সালে প্রথম আমরা শুরু করেছিলাম।
সূত্র: SATV
আফরোজা