![খালেদা জিয়ার সংগ্রাম: গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রাম: গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-13-2501180639.jpg)
এক টকশোতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরে বলেন, “গৃহবধূ থেকে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে নেমে, মানুষের ভালোবাসায় তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন।”
নুরু উল্লেখ করেন, অনেকেই বলেন যে জিয়াউর রহমান বিএনপিকে একটি বড় ভিত্তি দিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি মনে করেন, ৯০-এর গণআন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগই বিএনপিকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে ভিশন ছিল, সেটিকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন খালেদা জিয়া। তিনি দলের নেতৃত্ব দিয়েছেন সবচেয়ে কঠিন সময়ে, যখন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন তাকে কারাগারে বন্দি করেছে।
“সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, কিন্তু বের হয়েছেন গুরুতর অসুস্থ হয়ে। ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে নিজের চিকিৎসাও করাতে পারেননি,” বলেন নুরু।
নুরুর মতে, খালেদা জিয়ার মতো নেতা কেবল দলের জন্যই নয়, দেশের মানুষের জন্যও এক অনুপ্রেরণার নাম। তার সংগ্রাম, ত্যাগ, ও নেতৃত্বের গল্প ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সূত্র: SATV
আফরোজা