ছবিঃ সংগৃহীত
ঈদের পর আন্দোলন নিয়ে বিএনপিকে খোঁচা দিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন। রাগ ঢাকা ছেড়েই বলব, বিএনপি আপনারা কোথায় ছিলেন। ঈদের কথা বলেছেন, ঈদের পরে আপনারা আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। হাজারো ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নাই।
আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে,অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। আপনারা জানেন,ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নাই যা নষ্ট করে নাই। এই নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠানের উপর ভালো একটা নির্বাচন দেয়া সম্ভব না। আগে সংস্কার হবে,তারপরে নির্বাচন হবে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। আমরা দেখেছি সরকার পরিবর্তনের সাথে সাথে সব আসামিরা খালাস হয়ে গেছে। আবার সরকার পরিবর্তনের পরে কিছু আসামি ধুকে ধুকে জেলে মরছে। তারমানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে। একটা ভালো রাষ্ট্রের বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে। উন্নত রাষ্ট্রের বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে।
যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, আন্দোলনে সম্পৃক্ততা নাই বলেছে। তারা যদি নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে সেই স্বপ্ন জনগণ পূরণ হতে দিবে না। ছাত্র জনতা যেই আন্দোলন করে সফলতা অর্জন করেছে সেই অর্জন আপনারা শেষ করার চক্রান্ত করতে চাচ্ছেন।
তিনি বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্ত আমরা কি দেখলাম, ৫ আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারো দুর্নীতি। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায়না।
বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজ দলকে ক্ষমতায় দেখতে চায়না। বাংলাদেশের জনগণ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। ইসলামি আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। মদিনার ইসলামের বাইরে কোন নতুন ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।
রিফাত