ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা: চরমোনাই পীর

প্রকাশিত: ০১:১৬, ১৮ জানুয়ারি ২০২৫

সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবে নারীরা: চরমোনাই পীর

আমরা বিশ্বাস করি, ইসলামি হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম এবং ডেমোক্রেসির কোনো আদর্শ মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে না। একমাত্র ইসলামি হুকুমতই মানুষের মুক্তির একমাত্র পথ। তাই ইসলামি হুকুমত কায়েম করাই আমাদের লক্ষ্য।

বর্তমান সরকার কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে, তবে রাষ্ট্রের প্রকৃত সংস্কার অপরিহার্য। ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রতিটি বিভাগকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংসস্তূপের ওপর ভিত্তি করে একটি ভালো নির্বাচন কখনোই সম্ভব নয়। প্রথমে রাষ্ট্র সংস্কার করতে হবে, তারপর নির্বাচন।

রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রথম প্রয়োজন বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। আজ আমরা দেখছি, সরকারের পরিবর্তনের সাথে সাথে আসামিদের মামলা খালাস হয়ে যাচ্ছে এবং নতুন সরকার ক্ষমতায় এলে অন্যরা জেলে যাচ্ছে। এটি প্রমাণ করে, বিচার বিভাগ সরকারের ইঙ্গিতে পরিচালিত হয়। একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। বিচারকদের স্বাধীনভাবে আইন অনুযায়ী রায় প্রদান করতে হবে, কোনো পক্ষপাতিত্বের স্থান থাকা উচিত নয়।

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলতে হয়। আমরা চাই, সংসদের সব আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে পূর্ণ করা হোক। মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখা হলে তা বৈষম্যের উদাহরণ হবে। আমরা চাই মহিলারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করুক।

নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রেও পরিবর্তন দরকার। আমরা চাই, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। এতে কালো টাকা ও পেশীশক্তি ব্যবহার বন্ধ হবে এবং প্রকৃত ভোটাধিকার নিশ্চিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে বৈষম্য, দুর্নীতি, ধর্ষণ, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছে। ভবিষ্যতেও আমরা এই সংগ্রামে অটল থাকব। যারা দেশকে দুর্নীতির চ্যাম্পিয়নে পরিণত করেছে, তাদের আর ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশের মানুষ ইসলামি আদর্শের নেতৃত্ব চায়। মদিনার ইসলামই এ দেশের মানুষের মুক্তির পথ।

আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। পেশীশক্তি, দুর্নীতি, দখলদারিত্ব, এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। পাশাপাশি, বিদেশি হস্তক্ষেপ ও চক্রান্তের বিরুদ্ধেও আমাদের সরব হতে হবে।

ভাইয়েরা, আগামী নির্বাচন আমাদের জন্য একটি সুযোগ। তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে, তাদের ভোট ইসলামের পক্ষে আনতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামি হুকুমত কায়েমের জন্য সাধনা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন।

রাজু

×