ছবিঃ সংগৃহীত
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও মাটির প্রতি টান থাকলে একা পালিয়ে থাকবেন না। আপনারা দেশে আসে,আমরা আপনাদের বিচার দেখতে চাই। আপনারা আমাদের আদালত দেখিয়েছিলেন। সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত সাড়ে ১৫ বছর জামায়াতের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, হাজারো নেতাকর্মীকে খুন করা হয়েছে। হাট-ঘাট, মসজিদ-মাদ্রাসা, এমনকি মন্দিরেও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ ও তার দোসররা।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটিবাটি গুটিয়ে পালিয়েছে। দুর্নীতিবাজ সবাই পালিয়েছে। তাই বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী থামবে না।
তিনি আরো বলেন, আমরা মুসলিম আমাদের ঘরে ইসলামিক বই থাকবে এটাই স্বাভাবিক। কিন্ত আওয়ামী লীগ জঙ্গী নাটক সাজিয়ে এইসব ইসলামিক বই উদ্ধার করে আমাদের অনেক নেতাকর্মীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছে।
রিফাত