ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

সংসদে নারীদের জন্য কোন কোটা থাকবে না: ইসলামী আন্দোলন

প্রকাশিত: ২২:৪৯, ১৭ জানুয়ারি ২০২৫

সংসদে নারীদের জন্য কোন কোটা থাকবে না: ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত কোনো আসন চান না।

তাঁর মতে, নারীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত আসন রাখা হলে তাদের দুর্বল ভাবা হবে, যা তিনি গ্রহণ করেন না। তিনি বলেন, “নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসন, এটা আমরা মানি না। নারীদের জন্য এই আসন রাখা হলে তাঁদের দুর্বল ভাবা হয়। আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাহলে এখানে নারীদের জন্য কোটা রাখা হলে বলতে হবে, আন্দোলন সফল হয়নি। নারীদের জন্য কোনো কোটা থাকবে না।”

ফয়জুল করীম আরও বলেন, “সংসদে ৫০৫টা আসন রাখা হয়েছে (সংস্কার কমিশনের সুপারিশে)। আসন কম হোক, বেশি হোক, সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন হতে হবে।”

বিএনপিকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন, “সংস্কারের পরেই নির্বাচন হবে। আজ যাঁরা সংস্কারে বাধা সৃষ্টি করেছেন, আমি বলব ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলেছেন। হাজারো ঈদ চলে গেল আপনারা কিছু করতে পারেননি। ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে যে অর্জন, সেটিকে ধ্বংস করার চক্রান্ত করছেন।”

ইসলামী আন্দোলনের নেতা আরো বলেন, “৫ আগস্টের পরে আবারও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি-দুর্নীতি দেখতে চায় না। যারা পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।”

সূত্র: https://www.youtube.com/watch?v=Rs-DnTN8jmI

নুসরাত

×