ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

সরকারের পতন ঘটাতে না পারলেও বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে: চরমোনাই পীর

প্রকাশিত: ২২:২৫, ১৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:০১, ১৮ জানুয়ারি ২০২৫

সরকারের পতন ঘটাতে না পারলেও বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে, আসন্ন নির্বাচন হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের যুব কনভেনশনে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনের মাধ্যমে ঘটানো সম্ভব না হলেও বিএনপি এখন নির্বাচনী সংস্কারে বাধা দিচ্ছে। তারা বলেন, “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগানের মাধ্যমে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।

সারাদেশ থেকে আসা হাজার হাজার কর্মীর উপস্থিতিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে বক্তারা আহ্বান জানান, আগামী নির্বাচনে যেন দিনের ভোট রাতে দেওয়া না হয়। এজন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন।

বক্তারা আরো বলেন, যারা তড়িঘড়ি নির্বাচন চান, তারা ভোটকেন্দ্র নিয়ন্ত্রণের জন্য মাস্তান সংগঠিত করছেন। বিএনপির সমালোচনা করে বলা হয়, “সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে বিএনপি। আজ যারা সংস্কারের পথে প্রতিবন্ধকতা তৈরি করছেন, তারা অতীতে আন্দোলনের ডাক দিয়েও ব্যর্থ হয়েছেন। ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি বছরের পর বছর পার করেছে, কিন্তু কোনো কার্যকর আন্দোলন করতে পারেনি।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করব। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে সংগ্রাম করব এবং পিআরসি নির্বাচন বাস্তবায়ন করব।”

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না।

রাজু

×