ছবি: সংগৃহীত
সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা শাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে জামায়াতে আমির বক্তব্য রাখেন। সেখানে তিনি নানান বিষয় তুলে ধরেন। এক পর্যায়ে তিনি বলেন আল্লাহর কসম আমরা থামবো না।
তিনি বলেন, 'যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন থাকবেন না আমাদের কাছে চলে আসেন।'
চাঁদাবাজি প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'যারা এত রক্ত দিয়েছেন তাদের রক্তের উপর দিয়ে এখানে কি চাঁদাবাজি চলবে এখানে নিরীহ মানুষকে দিয়ে মামলা বাণিজ্য চলবে। এইজন্য কি আমাদের সন্তানের এত রক্ত দিয়েছে? '
আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'তাদের একটা স্লোগান ছিল আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতি চাই না। আমাদের বীর সন্তানরা স্লোগান তুলেছে। দাঁড়িয়েছে আবু সাঈদ মুগ্ধ। আমরা তাদের কণ্ঠে কন্ঠ মিলিয়ে বলবো আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ।'
এরপর যুদ্ধ না থামানো নিয়ে তিনি বলেন, 'একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না।'
একই সাথে মিডিয়ার কথা তুলে তিনি বলেন, 'মিডিয়া এখন কালো কে কালো বলবে, সাদা কে সাদা বলবে। চোখে চোখ রেখে মত পরিবেশন করবে।'
শিলা ইসলাম