বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এদেশের সকল স্তরের মানুষ এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে চেয়ে রয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হাজারীবাগের একটি অডিটেরিয়ামে হাজারীবাগ উত্তর থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে ২০২৫ সালের "পরিকল্পনা ওরিয়েন্টেশন" অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এক আল্লাহর কাছে মাথা নত করে, তাদের আর কোন শক্তির কাছে মাথা নত করতে হয় না। তারা ফাঁসির মঞ্চে গেলেও কারো কাছে মাথা নত করে না,তাদের বন্দুকের নলের কাছে হেলিকপ্টারে উঠতে হয় না, দেশ ছেড়ে পালাতে হয় না। যারা এক আল্লাহর কাছে মাথা নত করে না, তাদের বহু শক্তির কাছে মাথা নত করতে হয়।
সকল জনশক্তিকে আল্লাহর উপর ভরসা করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের মাল ও জান দিয়ে প্রচেষ্টা চালানোর জন্য আহ্বান জানান তিনি।
ড. মাসুদ বলেন, এদেশের সকল স্তরের মানুষ এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকে চেয়ে রয়েছে। তারা মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পারে এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। শোষণ মুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ,চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা একমাত্র জামায়াতে ইসলামীর দ্বারা সম্ভব বলে সাধারণ মানুষের আস্থা রয়েছে।
নুসরাত