ছবি: সংগৃহীত।
গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে। তিনি শুক্রবার দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনআঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে।
এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।
নুরুল হক নুর আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় সরকারের বিতর্কিত সব নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন, তাদেরকে অপসারণ করা হয়েছে। এখন আর স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নেই। যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির। এজন্য দ্রুত স্থানীয় নির্বাচনের আহ্বান জানান নুর।
নুসরাত