ছবি: সংগৃহীত
জামায়াতের উভয় পক্ষের মধ্যে সংকোচ স্থায়ী সমাধানের দাবিতে কুষ্টিয়ায় একটি সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সেখানে উঠে আসে বিভিন্ন আলোচনার মধ্যে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে যে সংকট রয়েছে সেই বিষয়টি।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন সচেতন ছাত্র সমাজ কুষ্টিয়া জেলা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে একজন বলেন এই দুই দলের মধ্যে সংকট সমাধানের উপায়।
তিনি বলেন, 'বর্তমান সময়ে জুবায়ের পন্থী এবং সাদ পন্থীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা বিশ্বাস করি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বৈষম্য দায়ী। এ বৈষম্য দূর করতে সরকার যাতে কাজ করে, এটাই আমাদের আজকের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য।'
বর্তমান চিত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এখন চিত্রটা হল জোর করে একদল দখল করে আছে, জোবায়েরপন্থীরা যে সুবিধাটা পাচ্ছে সাদপন্থীরা সেই সুবিধা পাচ্ছে না। এখন যদি উভয়ের মধ্যে ভারসাম্য ঠিক থাকে তাহলে তাহলে দেশের বৈষম্য দূর হবে।'
তিনি আরও বলেন, 'আমরা উভয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ২০১৮ থেকে ২৪ পর্যন্ত যে সাত জন মারা গেছে তাদের সবাই সাদপন্থী। এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর যে তিনজন মারা গেছেন তাদের সন্তানরা বিবৃতি প্রদান করেছেন তারা সাদপন্থী ছিলেন। এখানে একটা প্রশ্নবিদ্ধ বিষয় তৈরি হয়েছে জোবায়ের পন্থীরা বলছেন এরা তাদের লোক এবং সাদপন্থীরা বলছেন এরা তাদের লোক।'
সমাধান নিয়ে তিনি বলেন, 'নিরপেক্ষভাবে বিচার করা গেলেই এই সমাধান করা সম্ভব হবে। এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা যাবে আমরা চাই অপরাধী যেন শাস্তি আওতায় আসে। এতে শান্তি-শৃঙ্খলা তৈরি হবে। এখানে সরকার যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে কে আসল অপরাধী।'
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=2007622783075225&rdid=kRck2lPSvMzaLA16
শিলা ইসলাম