এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৫ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, “এই ন্যক্কারজনক হামলা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
তারা আরও উল্লেখ করেন, “৫ আগস্টের পর থেকে দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। পাঠ্যবইয়ে সূক্ষ্মভাবে অস্থিতিশীলতা সৃষ্টির উপাদান যুক্ত করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।”
ছাত্রশিবিরের নেতারা বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে মতপার্থক্যকে গঠনমূলক উপায়ে সমাধান করা অত্যন্ত জরুরি। জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক সন্ত্রাস ও সংঘর্ষের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এখনই সময়।”
বিবৃতিতে হামলার ভিডিও ফুটেজ এবং ছবি দেখে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়।
আশিক