ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ এবং শেখ পরিবার বাংলাদেশের সাথে পাশবিক আচরণ করেছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ০২:০৫, ১৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ০২:০৬, ১৬ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ এবং শেখ পরিবার বাংলাদেশের সাথে পাশবিক আচরণ করেছে: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ এবং শেখ পরিবার বাংলাদেশের রাজনীতিতে পাশবিক আচরণ চালিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখল ছাড়া জনগণের মৌলিক উন্নয়নের জন্য কোনো উদ্যোগ নেয়নি।

তিনি দাবি করেন, “শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একচেটিয়া শাসন প্রতিষ্ঠা করেন। বাকশাল প্রতিষ্ঠা ও চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা হয়। এটি এমন ছিল যেন নিজের হাতে জন্ম দেওয়া সন্তানকে হত্যা করা।”

জিয়াউর রহমানের শাসন নিয়ে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র নেতা যিনি রাষ্ট্র পরিচালনায় বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছিলেন। তার সময়ে বাংলাদেশের অর্থনীতি ও গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়। তবে বিএনপি তার এই সমন্বয়ের রাজনীতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে।”

বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে। ভ্যাট বৃদ্ধি ও টিসিবির পণ্য বিতরণ বন্ধের মাধ্যমে গরীব মানুষকে আরও অসহায় করে তুলেছে। অথচ প্রশাসনের দুর্নীতি ও অপ্রয়োজনীয় খরচ কমানোর কোনো উদ্যোগ নেই।”

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “রাষ্ট্র এখন অদক্ষ পরিচালনায় ছিন্নভিন্ন হয়ে পড়েছে। গভর্নেন্সের অভাব এবং শাসকের অন্ধ রাজনৈতিক লালসা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।”

তিনি সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দাবির প্রতি সম্মান জানাতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/8q2wgXyjQdw?si=yAex_ZZQpISKcMko

এম.কে.

×