ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৯ সালে আওয়ামী লীগকে প্রথমবারের মতো পুনর্বাসন করেছে। তিনি বলেন, এই পুনর্বাসনের পেছনে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা কারণ ছিল।
ফুয়াদ অভিযোগ করেন, "আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার লঙ্ঘন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বেআইনি কর্মকাণ্ডের কারণে সারা দেশে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মী নিখোঁজ ও নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে ২০১৪-১৫ সালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছিল।"
তিনি আরও বলেন, "১৯৭৯ সালে বিএনপি আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে, ১৯৮১ সালে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই ঋণ শোধ করতে হয়েছে। এরপর জাতীয় পার্টি এবং ওয়ান-ইলেভেনের সরকার একই কাজ করেছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি জাতীয় ও রাজনৈতিক বিভাজনকে গভীরতর করেছে।"
ফুয়াদ একটি গণতদন্ত কমিশন গঠনের প্রস্তাব করেন, যেখানে বিচারপতি, মানবাধিকার কর্মী এবং ফরেনসিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তিনি বলেন, "এই কমিশনের মাধ্যমে নির্যাতিতরা তাদের গল্প বলার সুযোগ পাবে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া সম্ভব হবে।"
তিনি আরও বলেন, "জুলাই বিপ্লব হচ্ছে অতীতের ভুল সংশোধন এবং শত্রু-মিত্র চেনার রাজনীতি। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতিতে লিপ্ত, তাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।"
ফুয়াদ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, "বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অতীতের ভুল না করার সংকল্প গ্রহণ করতে হবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/LZv7KvJ7JSo?si=MgX4NvUjDViHyBXf
এম.কে.