ছবি সংগৃহীত
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আজ বুধবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একটি ভুঁইফোঁড় সংগঠনের আড়ালে সংঘটিত এই হামলায় নারী শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে এই হামলা সেই অর্জনকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনা শুধু শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করে না, বরং মুক্তিযুদ্ধের চেতনা এবং গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি চরম অবমাননা।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নেতৃবৃন্দ যথাযথ তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আশিক