ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফোনে কথা বলতে দেয়া হচ্ছেনা পলককে: আশঙ্কা ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ করতে পারেন তিনি

প্রকাশিত: ১৮:৫০, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫১, ১৫ জানুয়ারি ২০২৫

ফোনে কথা বলতে দেয়া হচ্ছেনা পলককে: আশঙ্কা ‘দেশবিরোধী ষড়যন্ত্র’ করতে পারেন তিনি

ছবি: সংগৃহীত

কারাগারে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম হত্যা মামলার রিমান্ড শুনানির সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের কাছে এ অভিযোগ করেন তিনি।

এ মামলায় সালমান এফ রহমান এবং জুনাইদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক। আদালত উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

জুনাইদ আহমেদ পলকের আইনজীবী ইয়াসমিন রাখী বলেন,  “আড়াই মাস ধরে পলককে তার পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বৈষম্যের শিকার। তাকে অন্তত পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হোক।’’

এ সময় জুনাইদ আহমেদ পলক আদালতকে বলেন, “আমি কারাগারে বৈষম্যের শিকার।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘‘আসামি পলক একজন রাজনৈতিক ব্যক্তি। নিরাপত্তার স্বার্থে তাকে এখন ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। ফোনে কথা বলতে দিলে তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারেন। তাই তাকে ফোনে কারো সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।”

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জুনাইদ আহমেদ পলকের কারাগারে ফোনে কথা বলার আবেদন নামঞ্জুর করেন।

আদালত থেকে নামার সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমাকে কারাগারে কথা বলতে দেওয়া হয় না। আমি কারাগারে বৈষম্যের শিকার। মানুষের যে মৌলিক অধিকার আছে, সেটা আমার ক্ষেত্রে লঙ্ঘন করা হচ্ছে।”

 

শিহাব

×