ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

শেখ পরিবার পচে গলে শেষ হওয়া চোখে দেখার মত আনন্দ আর কিছুই হয় না: জাহেদ উর রহমান

প্রকাশিত: ১৬:৪১, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৪২, ১৫ জানুয়ারি ২০২৫

শেখ পরিবার পচে গলে শেষ হওয়া চোখে দেখার মত আনন্দ আর কিছুই হয় না: জাহেদ উর রহমান

ছবি : সংগৃহীত

টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ফাঁস হওয়ার পর জাহেদ উর রহমান  বলেন ব্রিটেন তাকে (টিউলিপকে) যথেষ্ট বেশি সময় দিয়েছে। যা অন্য কোন মন্ত্রীর সাথে হয় না। শেখ পরিবারের শেষ সদস্যের শেষ হওয়া দেখতে চাই। এই শেখ পরিবার পচে গলে শেষ হওয়া চোখে দেখার মত আনন্দ আর কিছুই হয় না। টিউলিপের মন্ত্রীত্ব শেষ হওয়ার পর আমরা দুর্দান্ত আনন্দ করব।  জাহেদ উর রহমান তার একটি ভিডিও বার্তায় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি নিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠা যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে বাংলাদেশ সরকারের শোরগোল করা দরকার। টিউলিপ সিদ্দীক যা যা করেছেন (রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি, টিউলিপের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচারণা) তাকে ফ্ল্যাট দেওয়া যা তদন্ত করে পাওয়া গেছে। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

শেখ হাসিনার দুর্নীতি এবং দুর্নীতির অংশ হওয়া  লোকজন তার বোনের কন্যার কাছে বেনিফিট পৌঁছে (ফ্ল্যাট) দেন। সেই টিউলিপ ব্রিটেনের মত দেশে মন্ত্রী পদের দায়িত্বে থাকতে পারেন না। এই বার্তাটি ব্রিটেনের কাছে দিতে হবে। আমাদের সরকারের পক্ষ থেকে কেউ একজন এই ব্যাপারে বিবৃতি দেওয়া উচিত।

তিনি আরও বলেন, এর সাথে বাংলাদেশ জড়িত। বাংলাদেশের জনগণের ভাগ্য ধ্বংস করা জড়িত।  

একটি ভিডিও বার্তায় টিউলিপকে নিয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান ।
 

মনিষা মিম

×