ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, বিপ্লবের পর বর্তমান সংবিধানের কোন অস্তিত্ব নাই।
গতকাল (১৪ জানুয়ারি)‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত: জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ এফ এম আব্দুর রহমান বলেন, ‘পৃথিবীর সব দেশেই বিপ্লবের পর বিপ্লবী পরিষদ হয়। সেই বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটি প্রোক্লেমেশনের মাধ্যমে। বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সেই বিপ্লব একটি নতুন লিগ্যাল অর্ডার তৈরি করেছে। বর্তমান সংবিধান দিয়ে চলছেন আপনারা। সংবিধানের কোনো অস্তিত্ব নেই।
তিনি বলেন, একটা সরকার পরিবর্তন হয় কীভাবে? নিয়মিত ও অনিয়মিত—দুইভাবে। নিয়মিত পরিবর্তন হলো নির্বাচনের মাধ্যমে। আর অনিয়মিত পরিবর্তন হয় তিনভাবে—আন্দোলন, অভ্যুত্থান ও বিপ্লব। আন্দোলন তখনই হয়, যখন একটি সরকারকে পরিবর্তন করার জন্য বিরোধী দল ও জনগণ মিলে রাস্তায় আন্দোলন করে। সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে সরকার পদত্যাগ করে নির্বাচন দেয়।
আরেকটি পরিবর্তনের উপায় হচ্ছে সামরিক অভ্যুত্থান। এটি বহুবার দেখেছি। আরেকটি হচ্ছে বিপ্লব। বিপ্লব হচ্ছে এমন একটি স্বৈরাচারকে হটানো। সমগ্র দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসে রক্তাক্ত অথবা অন্য কোনোভাবে একটা স্বৈরাচারকে টেনে নামায়, সেটাকে বলে বিপ্লব।
তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট বিপ্লব আমরা দেখেছি। ৫ আগস্ট যে সরকারের পতন হয়েছে, সেটা ছিল একটা গোখরো সাপ। সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপ ১৬ বছর ধরে চুষে চুষে খেয়েছে। সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি। এই সাপকে আমরা কোনোভাবেই আর আনতে চাই না। সেই সাপ না, আর যারা সাপ হতে চায়, তাদেরও না। আমরা সাপুড়ের ভূমিকা পালন করব। বাংলাদেশের জনগণ জানে, আন্দোলন কীভাবে করতে হয়, বিপ্লব কীভাবে করতে হয়। আমরা সেই বিপ্লবের সৈনিক। একটি সাপকে ফেলে দেওয়ার জন্য ২ হাজারের বেশি তাজা প্রাণ ঝরে গেছে। সেই সাপ পালিয়ে গেছে তার ঠিক খোপে।’
গণপরিষদ নির্বাচনের তাগিদ দিয়ে সাবেক এই বিচারপতি বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করবে। তখন একটি আইনগত ভিত্তি পেয়ে যাবেন। এই নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচন করবে। পরে তারা জনগণের মতামত নিয়ে একটি সংবিধান তৈরি করবে। যেদিন সংবিধান গৃহীত হবে, সেদিন গণপরিষদ একটা পার্লামেন্টে পরিণত হবে। নতুন করে নির্বাচন করতে হবে না। তাহলে প্রোক্লেমেশনের মাধ্যমে আইনগত ভিত্তিটা পাব। এরপর গণপরিষদ নির্বাচন করব। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সংবিধান পাব। সংবিধানের মাধ্যমে একটি সংসদ পাব। সেই সংসদের মাধ্যমে সরকার গঠিত হবে। আর বর্তমান সরকার তখন বিদায় নেবে। কিন্তু আপনারা যে পথে হাঁটছেন, তা অত্যন্ত বিপজ্জনক। সুতরাং এখনো সময় আছে, ভূতাপূর্বভাবে প্রোক্লেমেশনটি করেন, কোনো অসুবিধা নেই।
সোর্স: https://youtu.be/PUkWDLUZOGo?si=Bk4DEV6-GG7UhFhF
মহি