ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ক্ষমতায় টিকে থাকতে জ’ঙ্গিবাদকে ব্যবহার করেছে আওয়ামী লীগ: শিশির মনির

প্রকাশিত: ১৫:২৫, ১৫ জানুয়ারি ২০২৫

ক্ষমতায় টিকে থাকতে জ’ঙ্গিবাদকে ব্যবহার করেছে আওয়ামী লীগ: শিশির মনির

ছবি : সংগৃহীত

সরকার সঠিকভাবে দেশ চালনা করতে না পারায় গণতন্ত্র সংক্রান্ত বিভ্রান্তি তৈরি  হয়েছে এবং দেশে ফ্যাসিজমের উদ্ভব হয়েছে। এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। 

দেশে জঙ্গিবাদের প্রভাব ছিল আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার প্রধান হাতিয়ার এমনটিই বলেছেন তিনি। 

এক বিতর্ক অনুষ্ঠানে এমন প্রসঙ্গ উঠে আসে। সেখানে তিনি বলেন, 'দেশে জঙ্গিবাদ ছিল তাদের ক্ষমতায় থাকার হাতিয়ার এবং ক্ষমতা পাকাপোক্ত করতে তাদের দমনের হাতিয়ার ছিল ক্রসফায়ার।' 

ফজর নামাজের কথা উল্লেখ করে তিনি বলেন, 'তারা তখন দেখতো কোন বাসায় ফজরের নামাজ পড়া হচ্ছে এবং কোন বাসায় তেলাওয়াত করা হচ্ছে।'
 
তিনি আরো বলেন, 'গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার, ধর্মপ্রাণ মুসলিম মানুষদেরকে জঙ্গি আখ্যায়িত করে তাদেরকে হত্যা করেছেন করেছেন ক্রসফায়ার।' 

এছাড়াও তিনি বলেছেন, 'জঙ্গিবাদকে দমন করার বিভিন্ন নাটক সাজিয়ে তারা নিজেদেরকে রোল মডেল করে বিশ্বের সামনে তুলে ধরেছেন।'  

সেখানে বিএনপির কথা উল্লেখ করে তিনি বলেন,'বিএনপির মত এত বড় একটা দলের মহাসচিবকে তারা চালিয়ে দিয়েছেন জঙ্গি বলে। নিষিদ্ধ ঘোষণা করে।' 
 
এই প্রসঙ্গে তিনি আরো বলেন, 'জঙ্গি তকমা দিয়ে গুম করা হয়েছে প্রায় ১১০০ জনকে। এমন অভিযোগ উঠে এসেছে।' 

সবশেষ এই মামলায় পুনরায় তদন্তের আহ্বান জানান তিনি।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=QDyvoUcPrKA

শিলা ইসলাম

×