ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

দুর্নীতি-গুম-খুন করে আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না: গোলাম মুর্তজা

প্রকাশিত: ১৪:৩৪, ১৫ জানুয়ারি ২০২৫

দুর্নীতি-গুম-খুন করে আর কেউ ক্ষমতায় থাকতে পারবে না: গোলাম মুর্তজা

ছবি : সংগৃহীত

৫ ই আগস্টের পর বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনায় আছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার সদস্যরা। প্রতিদিনই কোন না কোন ভাবে সংবাদ শিরোনাম হচ্ছেন। 

সেই আলোচনায় অনেকটা শীর্ষেই অবস্থান করছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। 

সম্প্রতি সাংবাদিক গোলাম মোর্তুজা তার সোশ্যাল মিডিয়া পেজে আলোচনা করেন টিউলিপ সিদ্দিক সহ দেশের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। 

সেখানে গোলাম মোর্তোজা বলেন, ব্রিটেনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র টিউলিপ সিদ্দিক। সেখানে এমন একজন মানুষ কিভাবে রাজনৈতিক কেলেঙ্কারিতে ছড়িয়ে পড়লেন।

 
তিনি আরো বলেন, 'ব্রিটেনে টিউলিপ সিদ্দিক নিজে কোন রাজনৈতিক কেলেঙ্কারি বা কোন ঝামেলায় জড়াননি। তাহলে কিভাবে ঘটলো এমন ঘটনা কিভাবে আসলো তার উপর এমন অভিযোগ। এখানে সবচেয়ে বড় কারণ তার খালা শেখ হাসিনা এবং তার মা শিক রেহানা দুর্নীতি।'


এ নিয়ে তিনি আরো বলেন, তার খালা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মা সেই দুর্নীতির সহযোগী শেখ রেহানা। তাদের দুর্নীতির প্রভাব পড়ে টিউলিপ সিদ্দিক এর উপর। এই প্রভাবে এখন সেই কেলেঙ্কারির অভিযোগে আছেন টিউলিপ সিদ্দিক। আর এভাবেই তার রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমালিপ্ত করে ফেলেছেন তিনি।' 


টিউলিপের দুর্নীতি নিয়ে তিনি বলেন, 'বৃটেনে টিউলিপের একটি ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটটি দিয়েছে তার খালা শেখ হাসিনা এবং তার মা শেখ রেহানা। যদিও এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য কোন দুর্নীতিই নয়, ৫ই আগস্টের পূর্বে। কিন্তু বৃটেনে এই ধরনের ঘটনা অনেক বড় দুর্নীতি। সেই টাকার অংক যতই হোক ছোট বা বড়। এরকম কোন ঘটনা নিয়ে ব্রিটেনের মন্ত্রী পদে থাকা অসম্ভব। সুতরাং বোঝাই যাচ্ছিল টিউলিপ সিদ্দিককে হয়তো পদত্যাগ করতে হবে অথবা তাকে বরখাস্ত করা হবে।'


তিনি আরও বলেন, 'তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠার সবচেয়ে ছোট বিষয় হলো তার নামে ছোট দুইটি ফ্ল্যাট কিন্তু এর চেয়ে বড় ভয়াবহ যে অভিযোগ উঠেছে তা হলেও চার বিলিয়ন ডলারের ঘুষের মাধ্যম হিসেবে কাজ করেছেন তিনি। সেটি হলো বাংলাদেশের রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। সেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন তিনি। ঘুষ লেনদেনে কাজ করেছেন এবং তার খালার ও পুতিনের সঙ্গে তার একটি ছবিও দেখা গেছে।'

 
আর্থিক কেলেঙ্কারি নিয়ে তিনি বলেন, সবকিছু থেকেই প্রমাণ করা হয় এই যে তারা ঘুষ কেলেঙ্কারি কিংবা দুর্নীতির কোন কিছুই বাকি রাখেননি। আর এখান থেকেই শেষ হতে থাকে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ার।

সূত্রঃ https://www.youtube.com/watch?si=cwQ7Uz1aUZLb4X_L&v=yDdDWO65AE4&feature=youtu.be 

শিলা ইসলাম

×