ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

গণতান্ত্রিক সরকার থাকলে, সরকার পতনের মিছিল শুরু হয়ে যেত :তারেক

প্রকাশিত: ১৩:২৯, ১৫ জানুয়ারি ২০২৫

গণতান্ত্রিক সরকার থাকলে, সরকার পতনের মিছিল শুরু হয়ে যেত :তারেক

যারা জিনিসপত্রের উপর কর বাড়িয়েছে তারা ড. মুহাম্মদ ইউনূসকে বেকায়দায় ফেলতে চেয়েছে। এতোদিন গণতান্ত্রিক সরকার থাকলে, সরকার পতনের মিছিল শুরু হয়ে যেত। আমরা ইউনূস সরকারকে মায়া করতেছি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান।

বিভিন্ন জিনিসপত্রে কর বাড়ানোর সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টাদের  সমালোচনা করে তারেক বলেন, আমরা উপদেষ্টাদের দিকে তাকালে মন খুলে বলতে পারি না যে কোন উপদেষ্টা ভালো সার্ভিস দিচ্ছে।  উপদেষ্টাদের রেটিং ১০০ থেকে ১০ দেওয়া যায় বলেও সমালোচনা করেন তিনি।

তিনি আরো বলেন,   নিত্য জিনিসপত্রের উপরসর্বোচ্চ  ২ বা ১% বাড়ানো যেতো কিন্তু   সরকার দিগুণ বাড়িয়ে দিয়েছেন। এতে সাধারণ মানুষদের জীবন মানে খুব কষ্ট হবে।

র্সোস:https://www.youtube.com/watch?v=bFM34yc3c-g

মহি

×