ছবি: সংগৃহিত।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তে অন্তর্বর্তী সরকার ৬৫টি নিত্যপণ্যের ওপর নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্তে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রায় বাড়তি চাপ পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সমালোচনায় মুখর হয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যারা উপদেষ্টা হয়েছেন, তারা কেউ গরিব মানুষের কষ্ট বোঝেন না।
তিনি আরও বলেন, এটি সমাজের এলিট শ্রেণি থেকে আসা ব্যক্তিদের সিদ্ধান্ত, যারা গরিব মানুষের বাস্তব সমস্যাগুলো সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। এটি পুঁজিবাদী ও আমলাতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। সচিবেরা রাষ্ট্রের টাকায় রাজকীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন, অথচ গরিব মানুষের ভোগান্তিকে পুঁজি করে আয়ের পথ তৈরি করছেন।
আইএমএফ-এর চাপের মুখে সরকার কর-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪৩টি পণ্যে ভ্যাট বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই তালিকায় এলপি গ্যাস, টিস্যু পেপার, বিস্কুট, ইন্টারনেট, বিমান টিকিট, সাবান, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, এই সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। অথচ ব্যয় সংকোচন নীতির দিকে মনোযোগ না দিয়ে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের ঋণের বোঝা বাড়ানো হচ্ছে। ঋণনির্ভর অর্থনীতি বহু দেশের পতন ডেকে এনেছে।
তিনি বিকল্প হিসেবে একটি সিঙ্গেল ট্যাক্স নীতির প্রস্তাব দেন এবং ভ্যাট ধীরে ধীরে কমিয়ে শূণ্যের কোঠায় আহ্বান জানান। তার মতে, ব্যয় সংকোচন ও রাজস্ব ঘাটতি কমানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব।
সূত্র: https://www.youtube.com/watch?v=ybswJ5zDqJM
সায়মা ইসলাম