ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে ঢাকা কলেজ ছাত্রদল

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩২, ১৫ জানুয়ারি ২০২৫

সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে ঢাকা কলেজ ছাত্রদল

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের ক্লাস-রুম, আবাসন, পরিবহন সংকট সহ বিভিন্ন সমস্যা ও তাদের ন্যায্য অধিকার নিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১ টায়  কলেজের শহীদ ফরহাদ হোসেন হলের ২০৮ নং রুমের ছাদ ঢালাই ভেঙে পড়ার ঘটনা জানতে পেরে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে যান ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: ইদ্রিস আলি। এসময় তিনি হলের বিভিন্ন রুমের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ছাত্রদল নেতা ইদ্রিস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে পাশে ছিল, এখন ও আছে, ভবিষ্যতেও থাকবে। তারই ধারাবাহিতায় ঢাকা কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কণ্ঠস্বর হিসাবে কাজ করে যাবে। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে।

তিনি আরও বলেন, হলগুলোর যে অবস্থা এতে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা অতি শ্রীঘই শিক্ষার্থীদের ক্লাস রুম, আবাসিক, পরিবহন সংকট সহ যা যা সমস্যা শুনেছি তা নিরসনে কলেজ প্রশাসনের সাথে কথা বলব। এছাড়াও হলের ডাইনিংয়ের খাবারের মান কিভাবে বৃদ্ধি করা যায়, এটা নিয়েও আমরা কাজ করছি। এছাড়াও কলেজে একটা সেলুন, একটা ফার্মেসি প্রয়োজন। আমরা এ বিষয়ে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো।
 

আল জুবায়ের/মো. মহিউদ্দিন

×