![২০ তারিখের অপেক্ষায় আছি, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারত ২০ তারিখের অপেক্ষায় আছি, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/16-13-2501141923.jpg)
গেল কয়েকদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু জায়গা ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুদেশের মধ্যে দেখা দিয়েছিল উত্তেজনা।সর্বশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকালে গত কয়েক দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছিল তা এখন আর নেই।বিএসএফ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখায় উত্তেজনাও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ এবার সীমান্ত ইস্যুতে মুখ খুলেছেন, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন বিজেপির এই নেত্রী।
ভারতের সাংবাদিকের এ অবস্থায় বাংলাদেশের উপহাইকমিশনারকে পাঠিয়েছে আলোচনা করতে এটাকে আপনি কীভাবে দেখছেন প্রশ্নের জবাবে বিজেপির এই নেত্রী বলেন,আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি।তারপর কুড়ি তারিখের পরে কোনদিক থেকে কোন দিকে, কোথায় কি ছুটে,কি ছুটবে কি হবে,কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না।আমরাতো বুঝতে পারছি, মুহাম্মদ ইউনূসের সরকার কীভাবে বাংলাদেশের গরীব, অর্ধশিক্ষিত,মানুষদের কীভাবে ভারতের বিরুদ্ধে, তাতাবার চেষ্টা করছে,উষ্কাবার চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পারছি।
শেখ হাসিনার কথা উল্লেখ করে বিজেপির এই নেত্রী আরো বলেন, আপনারা কী বলছেন এটা মানা হচ্ছে না? কি কি ছিল শেখ হাসিনাঝি সরকারের সময় সেগুলা মানা চলবে না।জিরো লাইন এ করে দিবেন এসব কি গল্প দিচ্ছেন।যা হয়ে আসছে,যা আন্তর্জাতিক আইন সে হিসাবেই করা হচ্ছে।
কোন লাভ হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, এগুলা করে কোন লাভ হবে না মোহাম্মদ ইউনূস।কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি, আপনারা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন।তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন, সেটা একবার দেখে নিন।
উল্লেখ্য বিশ তারিখের পর ভারত বাংলাদেশের সাথে আসলে কি করতে চাইছে তা স্পষ্ট করেন নি বিজেপির এই নেত্রী।
ফুয়াদ