ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র: প্রেস সেক্রেটারি

প্রকাশিত: ২৩:৫০, ১৪ জানুয়ারি ২০২৫

ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র: প্রেস সেক্রেটারি

সরকারের তরফ থেকে আমরা কোন দিন নির্ধারণ করিনি। আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে হবে, তাই হচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম এটা নিয়ে বিস্তারিত সবকিছু বলেছে। বৃহস্পতিবার সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসব আমরা। আমরা আশা করছি সেদিনই সবকিছু ঠিক করে ফেলতে পারব। আমরা শিক্ষার্থীদের রেভ্যুলেশনারি স্পিরিটকে সম্মান করি। তারা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আমরা কথা বলতে পারতাম না আগে। 

কিন্ত এই জিনিস গুলো একটা ড্রাফট করতে হয় , এটি নিয়ে মাহফুজ আলম কাজ করছে। এটি পরিবর্তনের কোনো সুযোগ নেই, এমন না যে এটা একটা ফেসবুক পোস্ট । এটা এমন একটা দলিল সবাই মিলে সম্মতি দিবে। আমরা আশা করি শিক্ষার্থীরা এটা বুঝবে। আমরা যথেষ্ট দ্রুত করেছি কাজগুলো, কয়েকদিনের ভিতরেই হয়ে যাবে। আমার মনে হয় তারা খুশি হবে। এটা এমন একটা দলিল যেখানে সবার আকাঙ্খাকে তুলে ধরবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার রিপ্রেজেন্ট থাকবে এই দলিলে।  

 

সূত্রঃ https://youtu.be/qh2ij0bZLS0?si=FoUy41jNxEiLVNXd

রিফাত

×