লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিন সেখানে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও তাকে দেখার সুযোগ নেই, তবুও মনের টানে তারা উপস্থিত হচ্ছেন। তারা বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং আশা করছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আবার নেতৃত্ব দেবেন।
যুক্তরাজ্য বিএনপির জয়েন্ট সেক্রেটারি কসুজ্জামান কসু বলেন, "আমাদের নেত্রী আগের চেয়ে অনেক সুস্থ। শীত ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও নেতাকর্মীরা এখানে আসছেন, যা তাদের ভালোবাসা ও আবেগের প্রমাণ।"
বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবায়দুর রহমান এবং পরিবারের অন্য সদস্যরাও নিয়মিত তার সাথে সময় কাটাচ্ছেন। ক্লিনিক সূত্রে জানা গেছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
নেতাকর্মীদের আশা, বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দেবেন।
রাজু