বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দুরভিসন্ধিমূলক। রাজনৈতিক ফয়দা লাভের জন্য বিভিন্ন অযুহাতে নির্বাচন প্রলম্বিত করলে সঙ্কট আরও ঘনিভূত হবে, ছাত্র-গণঅভ্যূত্থানের আকাঙ্খা-চেতনা ষড়যন্ত্রের চোরাবালিতে ডুবে যেতে পারে।
তিনি আজ মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
যৌথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, কঠিন ও জটিল পরিস্থিতি থেকে দেশ ও জনগণকে উদ্ধারে এবং বিরাজমান সংকট দূর করতে ও রাষ্ট্র মেরামত করতে অতি দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ৩ মাস নয়, আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও সংস্কার ও নির্বাচনী কার্যক্রম জন প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। উপরন্তু জনসমস্যা নিরসন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির দোসরদের ষড়যন্ত্রও বেড়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিপ্রায়ে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুলাই, আগস্টের মধ্যে নির্বাচনের দাবির প্রেক্ষিতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব জনগণের পালস জেনে যথার্থই জুলাইয়ে নির্বাচনের দাবি তুলেছেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচন চাওয়া মানেই শুধুই ক্ষমতার স্বপ্ন দেখা নয়। রাজনৈতিক দল তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করবেই। এটা দোষের কিছু নয়। আর যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন প্রলম্বিত করে দেশকে জনপ্রতিনিধিহীন রাখতে চান, তারা নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হতে চান। অতি দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জুলাইয়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চায়। নির্বাচিতের শাসনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়। ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আব্দুল হাই, শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, রফিকুল ইসলাম, ক্বারী আবুল কাশেম, রমজান আলী, সাইদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল প্রমুখ।
আশিক