ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে তোপের মুখে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী

প্রকাশিত: ১৮:৫২, ১৪ জানুয়ারি ২০২৫

‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে তোপের মুখে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা আসবে, জয় বাংলা’ বলে আদালতে আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে নেওয়া হলে লিফটটে ওঠার আগে এ ঘটনা ঘটে।

জানা যায়, রিমান্ড শুনানির জন্য দুপুরে নিশিকে আদালতে হাজির করা হয়। আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, ‘শেখ হাসিনা আসবে। জয় বাংলা। আমাকে একা গ্রেপ্তার করতে পারে। বাকিদের কী করবে।’ এরপরই লিফটের সামনে থাকা আইনজীবীদের তোপের মুখে পড়েন নিষিদ্ধ সংগঠনটির এ নেত্রী। লিফটে উঠতে তাকে বাধা দেন আইনজীবীরা। পরে তাকে আদালতের ৯ তালায় হাঁটিয়ে নেওয়া হয়।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা বেনজীর হোসেন নিশিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সদস্যরা। সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় নিশি বলেন, ‘এত উপরে আমাকে হাঁটিয়ে নেওয়া হয়েছে।’

শিহাব

×