ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আ. লীগকে নিয়ে যারা নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন, তারা ভুল ভাবছেন: হাসনাত

প্রকাশিত: ১৬:২৩, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২৪, ১৪ জানুয়ারি ২০২৫

আ. লীগকে নিয়ে যারা নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন, তারা ভুল ভাবছেন: হাসনাত

ছবি: সংগৃহীত

যে আওয়ামী লীগের হাতে ২ হাজারের অধিক মানুষের রক্ত লেগে আছে, তাদের নিয়ে যারা নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন, তারা ভুল ভাবছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

তিনি বলেন, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। সাঈদ মুগ্ধসহ আমাদের অনেক ভাই শীহদ হয়েছে। পরবর্তী শহীদদের খাতায় হয়ত আমার কিংবা আপনার নামও থাকতে পারে।’ 

জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। এদেশে ভারতের দাদাগিরি আর চলবে না। গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের সব ধরনের ম্যাকানিজম চলছে। মনে রাখতে হবে গর্দান এবং তলোয়ার দুটি এক সঙ্গে থাকতে পারে না। এ বাংলাদেশে খুনি আওয়ামী লীগ ও আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকতে পারবো না। চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় বিপ্লবীরা থাকবে।’

 

শিহাব

×