ছবি : সংগৃহীত
পূর্বাচলের ৬০ কাঠা প্লট নিয়েছে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনাই বলতেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই। পূর্বাচলের প্লটগুলো শেখ হাসিনা রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করতেন।
শেখ হাসিনার যখন মনে হত তখন যে কাউকে ১০ কাঠা প্লট দিয়ে দেওয়ার কথা বলতেন। আরেফিন শুভ মুজিব চরিত্রে অভিনয় করেছে ওকে প্লট দিয়ে দাও, আমার দলে যোগ দিয়েছে ওকে প্লট দিয়ে দাও। পূর্বাচল ও রাজউকের প্লট দিয়ে মানুষকে খুশি করা হত।
চ্যানল 24 এর আয়োজিত 'শেখ পরিবারের দুর্নীতি ও চতুর্মুখী চাপে জনগণ' টকশোতে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
লিংক: https://www.youtube.com/watch?v=_SSdNhz5Xsk
মনিষা মিম