ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সংস্কারের আগে সরকারের উচিত ছিল জাতীয় সংলাপ আয়োজন করা: পার্থ

প্রকাশিত: ০২:২১, ১৪ জানুয়ারি ২০২৫

সংস্কারের আগে সরকারের উচিত ছিল জাতীয় সংলাপ আয়োজন করা: পার্থ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সরকার যদি প্রকৃতপক্ষে জনগণের প্রতি দায়বদ্ধ থাকে, তবে আগে থেকেই একটি জাতীয় সংলাপ আয়োজন করা উচিত ছিল।

তাঁর মতে, সরকারের প্রথম কাজ ছিল জনগণের পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের বিচার করা, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে।

তিনি বলেন, "এই সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সঠিক পরিকল্পনা ছাড়াই তারা ক্ষমতায় এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়নি। সরকারকে অবশ্যই একটি সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু করতে হত। কিন্তু বরং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা মামলা দায়ের করা হয়েছে।"

আন্দালিব রহমান পার্থ আরও জানান, নির্বাচনী সংস্কার প্রসঙ্গে সরকারের পদক্ষেপগুলি যথেষ্ট কার্যকর ছিল না।

তিনি বলেন, "নির্বাচনী সংস্কারের নামে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তা আসলে ভবিষ্যতে ফ্যাসিজম এবং স্বৈরাচার প্রতিরোধের উদ্দেশ্যে হওয়া উচিত।"

এছাড়া, তিনি নির্বাচনী ব্যবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি এবং রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সম্পর্কের বিষয়েও কথা বলেন।

তার মতে, "সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে একটি জাতীয় সংলাপ আয়োজন করা, যেখানে আমাদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হত।"

এ সময়, তিনি বিগত সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন এবং তা দ্রুত বিচারের জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ভিডিও দেখুন: https://youtu.be/zUEmT6Fj1-U?si=tqNONyNL0ep_VBdt

এম.কে.

×