ছবিঃ সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিগত সরকারের আমলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও তা পাননি তিনি। বরং সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক বক্তব্যে খালেদা জিয়া ও তার পরিবারকে নিয়ে নানা কটু কথা বলা হয়।
শেখ হাসিনা বিভিন্ন সময়ে খালেদা জিয়ার বয়স, স্বাস্থ্য এবং পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করেন। এমনকি যখন বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়, তখন শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, “খালেদা জিয়ার বয়স ৮০ বছরের উপরে হয়ে গেছে, মৃত্যুর সময় হয়েছে, এত কান্নাকাটি করে লাভ নেই।”
তবে এসব অশালীন মন্তব্যের পরও খালেদা জিয়া শেখ হাসিনা কিংবা তার পরিবার নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি। এমনকি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ করেননি।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও খালেদা জিয়ার এই নীরবতা অনেকের কাছে প্রশংসার দাবি রাখে। তার সমর্থকরা মনে করেন, এটি তার ব্যক্তিত্ব ও ধৈর্যের পরিচায়ক। অন্যদিকে, বিরোধী পক্ষের এমন মন্তব্য নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সুত্রঃhttps://www.youtube.com/watchv=7Rfg2Nxr0TU&ab_channel=BVNEWS24
জেআই