ছবি: সংগৃহীত
শেখ হাসিনা অন্যায়, অবিচারকে তার আঁচলের নিচে রেখে দুঃশাসন কায়েম করেছিলেন বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলে এ দাবি করেন রিজভী। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল।
রিজভী বলেন, সবচেয়ে দামি ফ্ল্যাট তার ভাগনের নামে, যিনি আবার ইংল্যান্ডের এমপি। সেগুলো এখন বেরিয়ে আসছে পত্র-পত্রিকায়। যার কারণে একজন মন্ত্রী হিসেবে তার ওপর যে দায়িত্ব ছিল সেটি পালন না করতে নিষেধ করেছে সেই দেশের সরকার। তাকে (টিউলিপ) এই ফ্ল্যাট কে দিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর এ কারণে খালেদা জিয়াকে বন্দি রাখতে হবে, যাতে শেখ হাসিনার মহা দুর্নীতিগুলো নিয়ে কেউ কথা বলতে না পারে।
রিজভী দাবি করেন, শেখ হাসিনার লুটপাটের সঙ্গী সালমান এফ রহমান, আনিসুল হক, অন্যদের কথা তো বাদই দিলাম। শুধু শেখ হাসিনা, পুতুল, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও ববির নামে পাচার হয়েছে ৮০ হাজার কোটি টাকা।
মহি