ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সমন্বয়কের মাংস কেটে নেওয়ার হুমকি ছাত্রদল নেতার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৭:২২, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৭, ১৩ জানুয়ারি ২০২৫

সমন্বয়কের মাংস কেটে নেওয়ার হুমকি ছাত্রদল নেতার

ছবিঃ আব্দুল হান্নান মাসুদ ,সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ একটি টকশো চলাকালীন অবস্থায় হত্যার হুমকির মেসেজ পেয়েছেন। মেসেজটি এক ছাত্রদল নেতার পরিচয় ব্যবহার করে পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়। মেসেজে লেখা ছিল, “মাসুদ, ওজন কমাও, মানুষ মাংস কেটে নিবে।”

এ বিষয়ে টকশোতে উপস্থিত ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল বলেন, “এই আইডিটি ফেকও হতে পারে। তবে বিষয়টি তদন্ত করা উচিত।”

হান্নান মাসুদ এই ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এরা প্রকাশ্যে এমন হুমকি দিতে পিছপা হচ্ছে না। ফেসবুকে পোস্ট দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এদের কিছুই হবে না।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে মাসুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এই ধরনের হুমকি তার কাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে তার সমর্থকরা মনে করেন।

সুত্রঃ https://www.facebook.com/watch/v=1121658726411451&rdid=ZJBQ4s2DBHOyJKNJ

জেআই

×