ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করলে হেলিকপ্টারে উঠারও সময় পাবেন না: মাসুদ

প্রকাশিত: ১৫:৫৯, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০০, ১৩ জানুয়ারি ২০২৫

আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করলে হেলিকপ্টারে উঠারও সময় পাবেন না:  মাসুদ

ছবি: সংগৃহীত

আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে, আবার কেউ আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করলে হেলিকপ্টারে উঠারও সময় পাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

শনিবার রাতে ইসলামী সমাজকল্যাণ পরিষদ যাত্রাবাড়ী থানা আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। 

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াতে ইসলামী।

যার ফলে ৫ আগস্টের পর থেকেই নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এই দল দু’টির শীর্ষ নেতাদের।

একদিকে বিএনপির শীর্ষ নেতারা জামায়াতে ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে একের পর প্রশ্ন তুলে দলটিকে রাজনীতির মাঠে কোণঠাসা করতে চাইছেন। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজিসহ নানা বির্তকিত কর্মকাণ্ডের অভিযোগগুলো সামনে নিয়ে আসছেন জামায়াত নেতারা।

শিহাব

×