ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

চিকিৎসাধীন অবস্থায় কর্মীদের নির্দেশ দিলেন খালেদা জিয়া

প্রকাশিত: ১১:২৩, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:২৪, ১৩ জানুয়ারি ২০২৫

চিকিৎসাধীন অবস্থায় কর্মীদের নির্দেশ দিলেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে চলাচল করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি ঘটছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি কর্মীদের নির্দেশ দিয়েছেন।
 
চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক ও মানসিক অবস্থা খালেদা জিয়ার অনেকটাই ভালো। ইতিমধ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে এবং রিপোর্ট হাতে এলে ডাক্তাররা চিকিৎসা শুরু করবেন। এই অবস্থাতেও দেশের খোঁজ খবর নিচ্ছেন এবং কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন। 

বিএনপির উপদেষ্টা মহলের সদস্য ডঃ মোঃ এনামুল হক জানিয়েছেন, খালেদা জিয়া এখন স্টেবল অবস্থায় আছে আজকে নিজেই হাটাহাটি করেছেন। 

প্রতিদিন রুটিন চিকিৎসা হচ্ছে খালেদা জিয়ার। সোমবার তার চিকিৎসা রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন চিকিৎসকরা।

ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি উপদেষ্টা এস এম জাহিদ জানিয়েছেন, সোমবার খালেদা জিয়ার বিশেষ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে এরপর পরবর্তী চিকিৎসার পদক্ষেপ গ্রহণ করা হবে। 

তিনি বলেছেন, 'খালেদা জিয়া এখন অনেকটা ভালো আছেন তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং তিনি এখন অনেকটাই স্টেবল আছেন। হাসপাতালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ও এখানে এসেছেন। মানসিকভাবে খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ।

যুক্তরাজ্যের বিএনপি দলের সদস্য কাউসার এম আহমেদ খালেদা জিয়াকে দেখতে গিয়ে বলেন, 'আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে দোয়া চাইছি। মানসিকভাবে খালেদা জিয়া এখন অনেকটাই ভালো আছে ওনার পরিবারের সদস্যদের দেখার পর তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।'
 
এদিকে প্রতিদিন খালেদা জিয়ার পরিবারের সদস্য তারেক রহমান এবং জোবাইদা রহমানসহ তার নাতিরা হাসপাতালে যাচ্ছেন।

সূত্রঃ https://www.youtube.com/watch?si=4EL4DOulJRd_7Zq3&v=gD93xIEZLro&feature=youtu.be

শিলা ইসলাম

×