ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

৭১ সালে জামায়াত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি: মঞ্জু

প্রকাশিত: ০২:৫৯, ১৩ জানুয়ারি ২০২৫

৭১ সালে জামায়াত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি: মঞ্জু

ছবি: সংগৃহীত

সাবেক শিবির সভাপতি মঞ্জু এক সাক্ষাৎকারে বলেন, ৭১ সালে জামায়াত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি। জামায়াতের পজিশন ছিলো পাকিস্তানের পক্ষে। আর বাংলাদেশের পক্ষে যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন তারা যখন বিজয়ী হয়েছে তখন জামায়াতের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিলো। আমরা ৭১ সালে বিরোধিতা করে সঠিক করেছি না ভুল করেছি?

 

যদি ভুল করে থাকে তাহলে ক্ষমা চাইবে। আর যদি সঠিক করে থাকে তাহলে স্বাভাবিকভাবে এই দেশে জামায়াতের রাজনীতি করার আর সুযোগ নাই বলে জানান তিনি। জামায়াতকে হয়তো নতুনভাবে নতুন উপলব্ধি নিয়ে রাজনীতি করতে হবে।

 

আওয়ামী লীগের  বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করার সুযোগ নেই বলে জানান তিনি। গত ১৫ বছরের ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বলে মনে করেন তিনি।

তাবিব

×