ছবি: জনকন্ঠ
জুলাই ঘোষণাপত্রের দাবিতে গোপীবাগ টিটিপাড়া রেলওয়ে কলোনীতে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের মাঝে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির, ভীম্পাল্লি ডেভিড রাজু, কৈলাশ চন্দ্র রবিদাস এবং ছাত্র নেতা দিদার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, "আমাদের প্রধান সমস্যা হলো আবাসন সংকট। প্রতিশ্রুতি অনেক দেওয়া হলেও বাস্তবে আমরা গৃহহীন।"
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, "বাংলাদেশের বৈষম্য নিরসনে দুই হাজার ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে। আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই ঘোষণাপত্রে তাঁদের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।"
ভীম্পাল্লি ডেভিড রাজু বলেন, "এদেশের সকল মানুষের রক্তে অর্জিত স্বাধীনতা বৃথা যেতে পারে না। দলিত, হরিজন ও তফসিলি জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।"
কেন্দ্রীয় সদস্য কৈলাশ চন্দ্র রবিদাস বলেন, "দলিত, হরিজন ও তফসিলি জনগোষ্ঠী দেশের সবচেয়ে অবহেলিত এবং নিগৃহীত সম্প্রদায়। তাঁদের কাঠামোগত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। গোপীবাগ রেলওয়ে কলোনি ২০১৯ সালে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা হয়েছে। এই এলাকায় বহুতল ভবন নির্মাণ করে তাঁদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা জরুরি।"
তিনি আরও বলেন, "জুলাই ঘোষণাপত্রে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের মৌলিক অধিকার ও সুরক্ষা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।"
জাতীয় নাগরিক কমিটির এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সহানুভূতি প্রকাশ করেন এবং তাঁদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তাবিব