ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

এবার বাজলো টিউলিপের বিদায় ঘন্টা?

ইসরাত

প্রকাশিত: ০০:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫

এবার বাজলো টিউলিপের বিদায় ঘন্টা?

টিউলিপ সিদ্দিকী

যুক্তরাষ্ট্রের মন্ত্রীসভায় বিদায় ঘন্টা বাজতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী টিউলিপ সিদ্দিকীর।

ভাইবোন ও আওয়ামীলীগের এক সংসদ সদস্যকে নিয়ে ২০১৯ সালের একটি ক্রিকেট বিশ্বকাপের দুদি ম্যাচ স্টেডিয়ামে বসে বিনামূল্যে উপভোগ করেছিলেন টিউলিপ সিদ্দিক৷

গত ১১ জানুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একটি ম্যাচে দর্শক হিসেবে টিউলিপ কে দেখা গেছে। সেসময় তার সঙ্গে ছিলেন তার ভাইবোন ও আওয়ামী সংসদ সদস্য নাবিল আহমেদ। সেই ম্যাচের টিকেটের দাম ছিলো বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে তিপান্ন কোটি টাকা।

অন্যদিকে টিউলিপ ও তার বোন আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্ট দুই ব্যাক্তির থেকে উপহার পেয়েছেন বলে জানা যায়। এরপর থেকেই তাকে পদচ্যুতির দাবি জোরালো হয়।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ করতে শেখ হাসিনাকে সাহায্য করেছিলেন কি না টিউলিপ সিদ্দিকী এ নিয়ে তদন্ত করছে দুদক। পাশাপাশি টিউলিপ ও তার পরিবারের সাত সদস্যের ব্যংক একাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যংকের অপরাধ বিষয়ক কর্মকর্তারা।

ইসরাত

×