ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

গণহত্যায় জড়িতদের শহীদ মিনারে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা উচিত ছিল

প্রকাশিত: ২২:০০, ১২ জানুয়ারি ২০২৫

গণহত্যায় জড়িতদের শহীদ মিনারে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা উচিত ছিল

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন,আওয়ামি লীগ আবার যদি ফিরে তাহলে ভয়ংকর রূপে ফিরবে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর উচিত ছিল গণহত্যায় জড়িতদের শহীদ মিনারে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় তিনি এ সব কথা বলেন।

নুর বলেন, ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এ দেশের আলেমদের নানাভাবে নিপীড়িত করেছে, নির্যাতন করেছে। তাদের হাত থেকে, রাজনীতিবিদ, শিক্ষক, আলেম, সাংবাদিক, কেউ রেহাই পায়নি।

তিনি বলেন,  আওয়ামি লীগ ভয়ংকর রূপে ফেরার পাঁয়তারা করছে। ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু সবাই ভাগবাটোয়ারা, ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত।

নুর আরো বলেন,আমরা সবাই শ্রমিক, সেটা প্রধান উপদেষ্টা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক। এমপি, মন্ত্রীরাও শ্রমিক, তারাও বেতন নেন, হয়ত কাজের ধরন ভিন্ন। বাংলাদেশ শ্রমিক অধিকার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত কয়েক বছর তরুণ ছাত্র যুব শ্রমিকরা যে ঐক্য গড়ে তুলেছিল তার ফলেই কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান। জুলাই ঘোষণা পত্রে গত ১৫ বছরে বিরোধী মতের সবার ত্যাগকে লিপিবদ্ধ করতে হবে। শুধু জুলাই গণঅভ্যুত্থানে আহত কিংবা নিহতদের পরিবারকে নয়। গত ১৫ বছরে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে তাদেরকেও সহযোগিতা করতে হবে, যারা জীবন দিয়েছিলো তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে। গত তিনটি জাতীয় নির্বাচন ছিল জালিয়াতির নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন। ২০০৮ সালেও ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাতানো নির্বাচন করে আওয়ামি লীগ ক্ষমতায় এসেছিল।

 

মহি

×