ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালায় ৪ পর্যটককে অপহরণের ঘটনায় বিএনপি নেতা মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মাহতাব মেরুং ইউনিয়ন (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। একই অভিযোগে গত বুধবার দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রশিক নগর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে নবী হোসেন ও একই এলাকার শুকুর আলীর স্ত্রী ইয়াছমিন আক্তার।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী রুবেল মিয়া ঢাকার আনোয়ারবাগ থেকে তার তিন বন্ধু কবির, মো. সাখাওয়াত, মো. আলাউদ্দিনসহ গত ৭ জানুয়ারি ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে সাজেকে যাওয়ার জন্য যাত্রা করেন। বাদীর বন্ধু কবিরের সঙ্গে আসামি শুকুর আলীর পূর্বপরিচয় থাকায় গত ৮ জানুয়ারি সকালে খাগড়াছড়ির দীঘিনালা বাসস্ট্যান্ডে দেখা করে অপহরণকারীরা এবং কৌশলে শুকুর আলীর বাড়িতে নিয়ে যান। পরবর্তী সময়ে সেখানে থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মারধর করা হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৪ লাখ টাকা। টাকা না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
অপহরণের তথ্য পাওয়ার পর দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত চার পর্যটক ও একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন বলে জানা যায়। সেদিনই অপহরণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দীঘিনালা থেকে পর্যটক অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
জিতেন বড়ুয়া/মো. মহিউদ্দিন