ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে: জামায়াতের নায়েব

প্রকাশিত: ২১:২২, ১২ জানুয়ারি ২০২৫

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে: জামায়াতের নায়েব

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে তাদের কোনো প্রকার দূরত্ব নেই, বরং সু-সম্পর্ক বিদ্যমান।

তিনি বলেন, "আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে ইতিবাচক। সব রাজনৈতিক দল পজিটিভ ধারা অনুসরণ করবে। বিএনপিসহ বর্তমানের সব রাজনৈতিক দল—ইসলামিক, সেক্যুলার, লেফটিস্ট, রাইটিস্ট, বা সেন্ট্রিক—আমরা সবার সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি।"

তিনি আরও উল্লেখ করেন, "ঐক্যের যে কথা বলা হচ্ছে, তা একেবারেই সঠিক। আমরা সব দলের সঙ্গে ইতিবাচক সংলাপ চালিয়ে যেতে চাই।"

ডা. তাহেরের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিডিও দেখুন: https://youtu.be/IH1_Uw8_Ing?si=lSc-kkvSF5-Cl1Ja

এম.কে.

×