ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ক্ষমা চাইতে প্রস্তুত হাসিনাও: নাদেল

প্রকাশিত: ১৫:৪০, ১২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৪৩, ১২ জানুয়ারি ২০২৫

ক্ষমা চাইতে প্রস্তুত হাসিনাও: নাদেল

ছবি: সংগৃহীত

এবার কি টনক নড়েছে আওয়ামী লীগের? যারা তাদের কৃতকর্মের জন্য কখনো মাথা নত করেনি, তারা কি এখন ক্ষমা চাইতে প্রস্তুত?

এমনই একটি ভিডিও বার্তা সম্প্রতি দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় নাদেল তাদের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে, ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনা অচিরেই দলের ভুলের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত।

ভিডিওতে তিনি বলেন, "আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন আমাদের অনেক ভুল ছিল। এসব ভুলকে আমরা অস্বীকার করব না। এখন আমরা দেশবাসীর কাছে এই ভুলের জন্য ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না।"

এছাড়া, তিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশে ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার কথা উল্লেখ করেন। তবে, নাদেলের দাবি, "আগামী মার্চের আগেই দেশে ফিরে আসবেন শেখ হাসিনা।"

বুধবার গভীর রাতে ফেসবুকে প্রকাশিত আট মিনিট আট সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি আওয়ামী লীগের অতীত ভুলগুলোর কথা তুলে ধরে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।

নাদেল সিলেটের মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন এবং সেখানে বসে দলের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। এই কারণে তার বার্তাটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=tT3jmWZoeek

নুসরাত

×